প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:০৭ এ.এম
কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করল প্রসাশন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জমি উদ্ধার করেছে কুলাউড়া উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার ২৪শে এপ্রিল দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জমিগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন প্রসাশন ।
শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া নামে ব্যক্তিরা দখল করে ভোগ করছিলেন। সম্প্রতি পরিমাপের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho