মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুটের সাতটি ঘাটের মধ্যে তিনটি সচল রয়েছে। তার মধ্যে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের সংযোগ সড়ক মারাত্মক বায়ুদূষণ অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ।
এই মহাসড়কে প্রতিনিয়ত উড়ছে ধুলোবালি। এতে দূষিত হয়ে পড়েছে বায়ু। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার লোকজন। সড়ক দিয়ে হাঁটাচলাও দায় হয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকছেন নিরবে। সড়ক গুলো প্রচন্ড ধুলো-বালু ও খানাখন্দ। ফেরি থেকে উঠা ও নামা যাত্রী সহ যানবাহন স্বাভাবিকভাবে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কখনো কখনো যানবাহনের । যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে । সাথে প্রচন্ড ধুলোবালু দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, অ্যালার্জিসহ নানান রোগ। স্থানীয় বাসিন্দারা। সড়কগুলো সংস্কারের পাশাপাশি ধুলামুক্ত করতে নিয়মিত পানি ছিটানোর দাবি জানিয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা এবং বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, দৌলতদিয়া পারে সাতটি ফেরি ঘাটের মধ্যে ৩টি সচল বাকী ঘাট গুলো । বিকল অবস্থায় রয়েছে দীর্ঘদিন যাবৎ। সচল ফেরি ঘাটের সংযোগ সড়ক গুলো প্রচন্ড ধুলো-বালু ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এই অস্বাস্থ্যকর ধুলা-বালুর মধ্যে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে আসা- যাওয়া করছে।
স্থানীয় শাহিন শেখ বলেন, বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র সম্পূর্ন অবহেলার কারণে ফেরি ঘাটের সংযোগ সড়ক গুলো স্বাভাবিক চলাচলের অনুপযোগি হয়ে থাকে ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho