প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৫, ৭:৩১ পি.এম
দৌলতদিয়ায় অবৈধ বালু-মাটি উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবৈধ বাংলা ড্রেজার ও ভেকু দিয়ে বালু, মাটি উত্তোলন করে বিক্রি ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল শুক্রবার ২রা মে সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ -সভাপতি মোঃ আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা সুধির কুমার দে, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জল, বিএনপি নেতা মোঃ ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরদার, বিএনপি নেতা রবিউল শেখ, কে এম মহিদ, শাহিদ, হিরা, স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুজ্জামান মনির, ছাত্রদল নেতা মোঃ সুমন এবং সবুজ সরদার প্রমুখ।
বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী খান বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর চাঁদাবাজ নিজামকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তথাকথিত গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া মঞ্চ ভেঙে দিয়েছে আমরা তার বিচার চাই। তিনি বলেন আগামী দুই দিনের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং চাঁদাবাজি বন্ধ না করলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসুচি দেওয়া হবে। তিনি আরো বলেন আগামী দুই দিনের মধ্যে দৌলতদিয়া পোড়া ভিটা এলাকায় গাজা ইয়াবা হেরোইন সহ মাদকদ্রব্য বেচা কেনা বন্ধ এবং পতিতালয় থেকে চাঁদাবাজি বন্ধ না করতে পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে। একটি চক্র পরিবহন থেকে ইদের আগে ৭ লক্ষ টাকা চাঁদা তুলেছে বলে তিনি জানান। তিনি বলেন সাত দিনের মধ্যে ছাত্রলীগ করা ইউএনও কে বদলী না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হব। তিনি পরিশেষে রাজবাড়ী -১ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট আসলাম মিয়ায় পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho