প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৩:০২ পি.এম
সুন্দরবনে চোরা শিকারিদের ফাঁদ ভেস্তে দিল বন বিভাগ: ট্রলারসহ ফাঁদ ও বরফ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা উপজেলার জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।
শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা একটি ইঞ্জিনচালিত ট্রলার, হরিণ ধরার ফাঁদ ও বরফ ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ৬ বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং ট্রলারটি জব্দ করা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, দুষ্কৃতকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
তিনি আরও বলেন, “বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সর্বদা সজাগ। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সুন্দরবনে হরিণ শিকারের ঘটনা এখন নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগের জন্য। শিকারিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে হরিণ শিকার করে এবং মাংস পাচার করে থাকে। তবে এ ধরনের ধারাবাহিক অভিযান চোরা শিকারিদের দমন এবং সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho