প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৮:৩৮ এ.এম
রাণীশংকৈলে হাট বাজারের টোলের হার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হাট বাজারের টোলের হার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুর হাটে ২০২৫ সালের অর্থ বছরের নির্ধারিত টোলের হার বাতিল করে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংশোধন করার জন্য মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনতা।
শনিবার (৩মে) দুপুরে কাতিহার হাট সংলগ্ন পাঁকা সড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ করেন পশু ক্রেতা ও বিক্রেতা সহ স্হানিয় জনসাধারণ।
এসময় বক্তব্য রাখেন, রানীশংকৈল উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মানিক হোসেন, ইউনিয়ন বিএনপির সহ – সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, বাচোর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ হাসান সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কাতিহার হাটে আগে গরু প্রতি টোল ছিল ২৩০ টাকা যা বর্তমান বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা । যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। ২৩০ থেকে ৫৫০ একলাফে দ্বিগুনেরও বেশি সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকারের নির্ধারিত এই টোলের হার সংশোধন করা একান্ত জরুরি। সেই সাথে ছাগল,হাস, মুরগি সহ সব টোলের দর দ্বিগুণ করা হয়েছে সেগুলো বাতিল করে সাধারণ মানুষের কথা ভেবে টোলের হার নতুন করে সংশোধন করার আহ্বান জানান আন্দোলন কারীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho