
ফেনীতে শিয়াল জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেনে এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ওই যুবকের নাম গণি।
শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝি দিঘির পশ্চিম পাড়ে শিয়ালের মাংস বিক্রির দায়ে এমন আদেশ দেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করের ওসমান গণি নামে এক যুবক ফেনী শহরের ব্যস্ততম এলাকা রাঝাঝির দিঘির পাড়ে শনিবার সন্ধ্যায় শিয়াল জবাই করে প্রকাশ্যে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে কোর্ট বসিয়ে তাকে এ দণ্ডাদেশ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে তালুকদার বলেন, শিয়ালের মাংস বিক্রির অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ মোতাবেক ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho