প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৪:৩৮ পি.এম
কালিয়ায় শিশু ধর্ষণ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় সাড়ে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারিক চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেল ৫টায় কালিয়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একত্রিত হন স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ । গত ২৮ এপ্রিল বিকালে উপজেলার মির্জাপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছিল। আসামী তারিক চৌধুরী বর্তমান কারাগারে আছে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কালিয়া উপজেলা শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলার সভাপতি মাওলানা আলী হুসাইন, হাফেজ মাওলানা আবুল হাসান, মুফতি আজগর আলী, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো. ফরহাদ শেখ, ক্বারী শামিম হোসেন ও আলহাজ মো. লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শুধু প্রতিবাদ নয়, সমাজে পরিবর্তন আনতে হলে রাস্ট্রীয়ভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। শিশুদের জন্য বিশেষ আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন বর্তমান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho