প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১০:১০ পি.এম
দুপুরে ছাত্রছাত্রীদের জন্য “দশ টাকার খাবার” ক্যান্টিন উদ্বোধন

মোস্তাফিজুর রহমান, প্রতিনিধি লালমনিরহাট।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালী মোহন তফশিলি উচ্চ বিদ্যালয়ে "দশ টাকার খাবার" এর ক্যান্টিন উদ্বোধন।
রবিবার থেকে দুপুরে "দশ টাকার খাবার" ছাত্রছাত্রীদের জন্য ক্যান্টিনটি উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল।
বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৬৫ জন। দুপুরে ১০ টাকায় খাবার পেয়ে খুশি শিক্ষার্থীরা। ১০ টাকার ক্যান্টিন চালু হওয়াতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
দশম শ্রেনীর শিক্ষার্থী পুর্নিমা বলেন,দশ টাকায় দুপুরের খাবার খাওয়ানেতে আমরা আনন্দিত, আর আশা করছি ভবিষ্যতে এটি আরো বড় হবে,এই ক্যান্টিন টি আমাদের স্বপ্ন ছিল।
নবম শ্রেনীর আর একজন শিক্ষার্থী বলেন,দশ টাকায় এত সুস্বাদু খাবার কল্পনাও করা যায়না,এই ক্যান্টিনটি চালু হওয়াতে আমাদের আর বাইরে খেতে হবে না।স্যার দের কে ধন্যবাদ জানাই এই রকম সুন্দর খাবার একটি পরিবেশ করে দেওয়ার জন্য।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার সাঁজোয়াল বলেন,এখানকার অধিকাংশ মানুষেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। শিক্ষার্থীরা সকালে বের হওয়ার সময় অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন না। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে “দশ টাকার খাবার” নামে এ ক্যান্টিন চালু করি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho