মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র গদ্দিনাশীন পীর আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ এর আল্লামা মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী হুজুর বলেছেন,মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে? নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেয়া যায় না। নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।
আজ শুক্রবার(৯ মে-২০২৫) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও জান্নাতুল-বাক্কী'র বাসিন্দা আল্লামা শায়খ সায়্যিদ ড. মানযূর আহমাদ আহমাদী উয়েসী রিফায়ী (রাঃ) এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী)'র পবিত্র উয়েস্বাল শরীফ মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এনায়েতুল্লাহ আবাবাসী আরো বলেন, দেশ থেকে দুর্নীতি কি চলে গেছে, না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই একাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের সাজ্জাদানশীন পীর ক্বিবলাজান ও আমীরে আলা আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহ্মাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী। সঞ্চালনা করেন ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফরাজীকান্দি দরবার শরীফে নেদায়ে ইসলাম এর কয়েক সহস্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho