
জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিক সাবির উদ্দিন সাগরের বাড়িতে অনশন শুরু করেছেন মিম আক্তার নামে এক কলেজছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতির পর পরিবারের সহায়তায় বাড়ি থেকে সটকে পড়েছেন প্রেমিক অটোরিকশাচালক সাবির উদ্দিন সাগর।
রবিবার (১১ মে) সকালে প্রেমিক সাগরের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৯ বছর বয়সী মিম আক্তার। তিনি হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন বলে জানা গেছে।
প্রেমিক সাগর জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিহুরী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক। প্রেমিক সাগর বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন মিম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রেমিকা মিমের দাবি, পাঁচ মাস আগে সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় তার অটোরিকশাতেই ঘোরাঘুরি ও ঘনিষ্ঠতা হয়েছে তাদের। একপর্যায়ে সাগরের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়ান তিনি। প্রেমিকের দেওয়া বিয়ের আশ্বাসে ভরসা করেই এমন সম্পর্ক গড়ে ওঠে বলে জানান তিনি।
মিম বলেন, সে (সাগর) আমাকে স্ত্রী হিসেবে ঘরে তুলবে বলেছিল। এখন বলে বন্ধু হয়ে থাকতে চায়। আমি তার ওপর ভরসা করে সবকিছু দিয়েছি। সে বিয়ে না করলে এখানেই নিজের জীবন শেষ করে দেব।
তবে মিমের এমন দাবি মেনে নিতে পারছে না সাগরের পরিবার। স্থানীয় সূত্র জানায়, সকালে সাগরের পরিবার মিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এরপর সাগরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শিহুরী গ্রামের এক বাসিন্দা বলেন, এই বয়সে প্রেম, প্রতিশ্রুতি আর প্রতারণা- সবই আমাদের সমাজে এখন ভয়াবহ রূপ নিচ্ছে। নৈতিকতা ও সচেতনতার বড় অভাব দেখা যাচ্ছে।
মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, প্রতিটি মেয়ের জীবনে সম্মানবোধ গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন করে পরে তা অস্বীকার করা মানে তার মানসিক ও সামাজিক ক্ষতিসাধন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার কথা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho