প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৫:২৫ পি.এম
সাতক্ষীরা সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো
সোমবার (১২ মে) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাজাসহ প্রায় সাত লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির আভিযানে ছয়ঘরিয়া স্থান হতে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাজা আটক করে।
এছাড়াও, ঘোনা বিওপির আভিযানে দাতঁভাঙ্গা বিল হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে খৈ-তলা হতে ৩২ হাজার ৭৯৫ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে শালবাগান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির আভিযানে কেরাগাছি হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানে চেকপোষ্ট এলাকা হতে ৩৩ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির আভিযানে রাজপুর হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৬৬ হাজার ৫৪৫ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho