প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৮:১৯ পি.এম
নিউরন নার্সিং ঠাকুরগাঁও শাখার সমাপনী ও বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
নিউরন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টার, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে নার্সিং পরীক্ষার্থীদের জন্য সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও নিউরন নার্সিং কোচিং সেন্টারের হল রুমে সমাপনী ও বিদায়ী অনুষ্ঠান আয়োজন করা হয় । অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা কামনায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেরা খানম, নার্সিং ইন্সট্রাক্টর, ইনচার্জ নার্সিং ইনস্টিটিউট ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃবেলাল হোসেন, অধ্যক্ষ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঠাকুরগাঁও। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ারা বেগম, আনিসা বেগম, ডাঃ উম্মে সুমাইয়া, কৃষ্ণ চন্দ্র মালাকাত, নাহিদ ইসলাম, সোহেল প্রমুখ,আব্দুল আজিজ, আব্দুল্লাহ, সামিয়া, সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন , প্রতিষ্ঠানের পরিচালক -ডাঃ এম এ সাঈদ ।শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, "অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে নার্সিং ভর্তিপরীক্ষায় সফল হওয়া সম্ভব।"
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করা হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, নিউরন নার্সিং-এর সুশৃঙ্খল ও নিবিড় প্রস্তুতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং স্বপ্নপূরণে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুল ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য,সরাসরি ঢাকা থেকে নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত ঠাকুরগাঁও সাঈদ স্যার পরিচালিত নিউরন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টার দীর্ঘদিন ধরে নার্সিং পেশায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে এবং দেশব্যাপী সুনাম অর্জন করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho