প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৯:৫০ এ.এম
আ.লীগ কার্যালয় “জুলাই যোদ্ধা” সংগঠনের দখলে

ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয় দখলে নিয়েছেন ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন।
সোমবার (১৪ মে) দুপুর ১টা ১০ মিনিট থেকে ২টা পর্যন্ত, সংগঠনটির আহ্বায়ক মো. রায়হানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল কার্যালয়ের তালা ভেঙে ভবনে প্রবেশ করে এবং নিজেদের দখলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙেন। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টানিয়ে দেন।
পরে তারা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ। তারা জানান— এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে।
সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান বলেন, “নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।”
বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
৫ই আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জেলা উপজেলা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা রাজনৈতিক অফিসগুলো ভিন্ন ভিন্ন সংগঠন নামে দখল করে থাকেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho