প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ৮:৫৬ পি.এম
রাঙ্গুনিয়া থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
টাকার জন্য চাপ প্রয়োগ ও দূর্ব্যবহার করে থানা থেকে বের করে দেয়ায় অভিযোগ তুলে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলীর অপসারণ চেয়ে মানববন্ধন করে ভুক্তভোগীরা।
রোববার (১৮ মে) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, থানার ওসি নিরীহ মানুষকে হয়রানি করছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ওসির অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে আসা ভুক্তভোগী আহমদুল হক অভিযোগ করে বলেন, " সম্প্রতি আমার মেয়েকে তুলে নিয়ে অপহরণ করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে ওসি এটি গ্রহন না করে বিভিন্ন অশালীন গালিগালাজ ও টাকার জন্য চাপ প্রয়োগ করে। আমি টাকা দিতে অস্বীকার করলে থানার ওসি বিবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আমার মেয়েকে উদ্ধারে অনীহা প্রকাশ করে। এই বিষয়ে থানায় একাধিকবার গেলে আমাকে নানা রকম ভয়ভীতি দেখায়। বেশি বাড়াবাড়ি করলে আমাকে ভুয়া মামলা দিয়ে জেলে পাঠাবে হুমকি দেয়। আমি মসজিদের ইমাম। অনেক কষ্ট করে ইমামতি করে ছেলে- মেয়েদের বড় করে তুলেছি। থানার ওসির এমন ব্যবহারে আমাকে নানা রকম মানসিক চাপে আমার জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho