প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ৯:০৫ পি.এম
মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছে মোংলাবাসী।
রোববার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় এলে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও সাধারণ নাগরিকরা।
এর আগে গত শনিবার (১৭ মে) মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে মেসার্স খুলনা ট্রেডার্স'র স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও মেসার্স হাসেম অ্যান্ড সন্স'র স্বত্বাধিকারী মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সহ-সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মো. মহাসিন এবং কোষাধ্যক্ষ মো. আফছার উদ্দিন নির্বাচিত হয়।
১৯৫২ সালে মোংলা বন্দর স্থাপিত হলেও ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মোংলা থেকে কোনো ইস্টিভিডরস স্থান পায়নি। তাই বন্দর সৃষ্টির পর এই প্রথম ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মেসার্স হাসেম অ্যান্ড সন্স'র (ইস্টিভিডরস মোংলা) স্বত্বাধিকারী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহ্বায়ক মো,. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলাবাসী।
এসময় তিনি বলেন, মোংলা বন্দরকে ব্যবসায়ী বন্দরে রুপান্তর, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দেশি-বিদেশি আমদানি-রফতানি করা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সঠিকভাবে নির্ণয় করাই হলো ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মূল দায়িত্ব। এর সঙ্গে যেসব শ্রমিক জড়িত রয়েছে তাদের মজুরি বৃদ্ধি, কাজের পরিধি বৃদ্ধি, মান উন্নয়নসহ মালিক-শ্রমিক ভেদাভেদ ভুলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ পরিষদ। এছাড়া বন্দরকে আরও গতিশীল করতে আমদানি-রফতানিকারক ব্যবসাযীদের মোংলা বন্দর ব্যবহার করার আহবান জানান ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এ সাধারণ সম্পাদক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho