শুভ তংচংগ্যা, ঢাকা
চট্টগ্রামে কারা হেফাজতে লাল থ্লেং কিম বমের মৃত্যুর বিচার, নিরপরাধ বম নারী-শিশুদের মুক্তি এবং চিংমা খিয়াংকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ।
রোববার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা "পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ কর" স্লোগানে এসব দাবি তোলেন।
সমাবেশেে বক্তব্য রাখতে গিয়ে পাভেল পার্থ (লেখক ও গবেষক) তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এমন ঘটনার কোনো সুযোগ ছিল না। বান্দরবানের নিরীহ গ্রামবাসীদের সন্ত্রাসী সাজিয়ে গ্রেফতার করা হয়েছে, অনেকে বন-জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বান্দরবানের শান্তিপূর্ণ গ্রামগুলোর মানুষদের জড়িয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে।
দীপায়ন খীসা (জনসংহতি সমিতি, কেন্দ্রীয় সদস্য) তিনি বলেন, কারাগার পরিচালনার দায় রাষ্ট্রের, তাই কারা হেফাজতে মৃত্যু ও চিকিৎসার অভাবের দায় সরকারকেই নিতে হবে। নিরপরাধ বমদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ঘটনাকে রাষ্ট্রীয় অন্যায় বলে উল্লেখ করেন তিনি।
এহসান মাহমুদ (সাংবাদিক ও কথাসাহিত্যিক) তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন পর্বে আদিবাসীদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও রাষ্ট্র বারবার তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে। ১৯৭২ সালের সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
জগদীশ চাকমা (পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখা সভাপতি) তিনি বলেন, সাধারণ বম আদিবাসীদের সন্ত্রাসী সাজিয়ে বছরের পর বছর আটক রাখা হয়েছে। চিকিৎসার অভাবে মৃত্যু ও অসুস্থতার অভিযোগ তুলে তিনি দ্রুত মুক্তি ও চিকিৎসার দাবি জানান। পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।
অনন্ত তঞ্চঙ্গ্যা (আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, সভাপতি) তিনি বলেন, আয়নাঘরের বন্দিদের মুক্তি দেওয়া হলেও নিরপরাধ বমদের এখনও মুক্তি দেওয়া হয়নি। পাহাড়ে প্রকাশ্যে নির্যাতন ও ধরপাকড় চলছে, যা রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার ইঙ্গিত বহন করে।
রিচার্ড বম (বম ছাত্র প্রতিনিধি) তিনি বলেন, গত তিন বছর ধরে বম জনগোষ্ঠী এক ধরনের নজরবন্দি অবস্থায় রয়েছে। রাষ্ট্রের বিমাতৃসুলভ আচরণের কারণে বম নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, আর যুবকদের বছরের পর বছর কারাগারে আটকে রাখা হচ্ছে।
এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক, পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা (সঞ্চালক) নুংমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক, মারমা স্টুডেন্টস কাউন্সিল, ঢাকা মহানগর শাখা (সভাপতি) পাতলাই ম্রো, ম্রো শিক্ষার্থী প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়। রিয়া চাকমা, সাধারণ সম্পাদক, হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর শাখা। জনি খিয়াং, প্রতিনিধি, বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস ইউনিয়ন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho