প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৪:১১ পি.এম
মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৯ ঘটিকায় চাঁদপাই রেঞ্জের জয়মনিতে ওয়াইল্ডটিমের সহযোগিতায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণে চাঁদপাই রেঞ্জের ১৪ জন বাঘবন্ধু সদস্য ও ৭৬ জন ভিটিআরটি সদস্য অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা, বন আইন, প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়োডাইভারসিটির বর্তমান পরিস্থিতি, ভিটিআরটির ও বাঘবন্ধুর প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং এর দক্ষতা উন্নয়ন,মানুষ এবং বন্যপ্রাণী দন্দ নিরাসন সহ বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতা।
প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার সুমী (উপজেলা নির্বাহী অফিসার, মোংলা), সভাপতিত্ব করেন মিল্টন রায় (ষ্টেশন কর্মকর্তা, চাঁদপাই), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাওলাদার (ইউপি সদস্য চিলা ইউনিয়ন পরিষদ) এছারাও উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর (এসিসট্যান্ট কো-অর্ডিনেটর, ওয়াইল্ডটিম) এবং মোঃ সাইফুল ইসলাম (প্রোগ্রাম অফিসার ওয়াইল্ডটিম) সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho