হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত গাইবান্ধা জেলার ছাত্রদের নিয়ে গঠিত গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় সংগঠনটির প্রচার সম্পাদক শাকিব আল হাসান রাকিবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবীন প্রবীণ অর্ধশতাধিক সদস্যবৃন্দ।
তারা আরও বলেন, ‘আমরা ইবিতে যারা আছি তারা সবাই মিলে একটা পরিবার। আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। আমাদের নাড়ীর প্রতি যেমন টান থাকে তেমনি জেলা কল্যাণের প্রতিও টান থাকতে হবে।’
উল্লেখ্য, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho