প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৯:২২ পি.এম
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন গ্রামে, পাড়া, মহল্লায় ও বড় আকারে কোরবানির পশুর খামার গড়ে উঠেছে।
এই খামার গুলোতে ব্যস্ত সময় পার করছে খামারিরা।
প্রান্তিক কৃষকরা তাদের বাড়িতেও কোরবানি উপলক্ষে পশু পালন করছেন ন্যায্য দাম পাবার আশায়।
কেরানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামগুলতে সাধারণ কৃষক ও খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যা করছে কোরবানির পশু গুলোকে।
এই উপজেলা এবার কালাবাহাদুর ও অফ হোয়াইট নামের বিশাল বিশাল গরু তৈরি করেছে খামারিরা। এলাকা ঘুরে দেখা গিয়েছে এই এলাকায় সর্বোচ্চ ১২ লাখ টাকা কোরবানির গরুর দাম চাওয়া হয়েছে । ছাড়া সাধারণ কৃষকের কাছে দেশী গরু লাখ টাকার মধ্যে পাওয়া যাবে বলে তারা জানিয়েছেন ।
খামারিরা বলছে গত বারের তুলনায় গরু লালন পালন করতে খরচ বেশি হয় কিছুটা দাম বেড়েছে।
বিক্রেতারা বলছেন গতবারের তুলনা এবার একটু দাম বেশি মনে হচ্ছে। তারপরও তারা পছন্দের পশুটি ক্রয় করার জন্য বিভিন্ন খামারে ঘুরে দেখছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু পালন করায় এবার আর বিদেশী গরুর উপর নির্ভর হতে হবে না এই এলাকার মানুষদের ।
এলাকার বিভিন্ন খামার ঘুরে দেখা যায়, খামার গুলোতে এরই মধ্যে সাধারণ ক্রেতারা কোরবানির পশুর ক্রয় করে এবং বুকিং করে রেখেছে।
কেরানীগঞ্জের বড় বড় খামারের প্রতিনিধিরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের খামারের অর্ধেকেরও বেশি গরু বিক্রি হয়ে গেছে।
দামের বিষয়ে উভয়পক্ষ দামাদামি করে এবং পছন্দ করে এই কোরবানির পশুর ক্রয় করছেন।
তারপরও শেষ মুহূর্তে উপজেলার কোরবানির হাট গুলো জমে উঠবে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho