প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৮:১১ পি.এম
সিরাজদীখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

শহিদ শেখ পাখি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতাকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির শেখ ওই গ্রামের মৃত কোরবান আলী শেখের পুত্র।
তিনি এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। চার মেয়ের মধ্যে একজন বিদেশে ও বাকি তিনজন ঢাকায় থাকেন। সকালে ভবনের পানির ট্যাংকিতে পানি না থাকায় বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগম আমির শেখকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে ভেতরে প্রবেশ করে তিনি রুমের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে এসে পুলিশে খবর দেন।
নাসিমা বেগম জানান, গতকাল মঙ্গলবার বিকেলেও বাজার করে বাসায় ঢুকতে দেখেছি। আজ সকালে এমন ঘটনা হবে, ভাবতেই পারিনি।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho