প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৫:১৯ পি.এম
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে: ইউএনও আমজাদ

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, মোঃ মজিবুর রহমান ও শিক্ষক নেতা মামুনুর রশীদ।
ইউএনও আমজাদ হোসেন বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য–প্রযুক্তিতে এগিয়ে যেতে সরকার এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি সরঞ্জাম প্রদান করছে। এছাড়া বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তির আধুনিক সুবিধা পৌঁছে দিতে এ ল্যাপটপ বিতরণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে শিক্ষকদের পাঠদান আরও সহজ ও যুগোপযোগী হবে, পাশাপাশি প্রশাসনিক কাজেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে।
এতে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হয়।
অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho