প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৮:৪৯ এ.এম
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কেবল তাই নয়, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী রয়েছেন, তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
তহবিল কাটছাঁটের পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এ বিশ্ববিদ্যালয়টি। আর বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার আইনগত বৈধতা হারাবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত ঘিরে হার্ভার্ডের নথি চাওয়ার বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তদন্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগনীতি খতিয়ে দেখতে চেয়েছিল সরকার। তবে বারবারই এ অনুরোধকে আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থি বলে প্রত্যাখ্যান করে আসছিল হার্ভার্ড।
হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ। ফলে এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ব্যক্তি জীবনেই নয়, বরং হার্ভার্ডের একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক ভাবমূর্তিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘প্রতিশোধমূলক’ ও ‘অবৈধ’ দাবি করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈচিত্র্যময় শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho