নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাব্বির নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাতে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল্লাহ খান পায়েল দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিল। আব্দুল্লাহ ও তার বড় ভাই রোহান তাদের বাবার সঙ্গে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো।
নিহত আব্দুল্লাহর বাবা শামীম জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলেকে ছুরিকাঘাতের খবর শুনে নারায়ণগঞ্জ শহরের খানপুরের তিনশ’ শয্যা হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আব্দুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। পরে ঢামেকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, গত কয়েকদিন আগে একটি মারামারি ঘটনার জেরে একই এলাকার হৃদয় ও সাব্বির নামে দুইজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় আব্দুল্লাহকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘেষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় আমরা সাব্বির নামে একজনকে আটক করেছি। এ ছাড়া তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho