
খুলনার রূপসায় স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেই এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় ওই স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদার শেখ (৪৫)। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম মনি শেখ। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ সুযোগে তার স্ত্রী ও আবদারের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার রাতে মনি শেখ বাড়ি ফিরে হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। স্ত্রীকে আবদার শেখের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষোভে তিনি দা দিয়ে আবদারকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আবদারের মৃত্যু নিশ্চিতের পর লাশটি বস্তায় ভরে বাড়ির পেছনে ফেলে দেন মনি।
একই সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করেন মনি শেখ। ওই নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানাতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho