প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:০৫ পি.এম
নিরাপত্তা জোরদার জাতীয় রাজস্ব বোর্ডের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন এলাকায় পুলিশ, র্যাব ও সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের ভবনে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁও এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এছাড়া একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে সারাদেশের সব অফিসেও। কোনো কাজ করা হচ্ছে না কাস্টম হাউসে। এছাড়া কোনো সেবা দেয়া হচ্ছে না ভ্যাট ও কর অফিসেও। তবে ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, গত ২২ মে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা। এদিকে, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho