
কুষ্টিয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পিংকি দাস (২৫) নামে ওই গৃহবধূকে বাজার থেকে ব্লাউজ কেনা নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর।
মঙ্গলবার (২৭ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোশাররফ হোসেন।
নিহত পিংকি দাস ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ত্রিবেণী গ্রামের সুমন দাসের স্ত্রী। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।
নিহতের মা লিপি দাস বলেন, বাজার থেকে ব্লাউজ কেনাকে কেন্দ্র করে আমার মেয়ের (পিংকি) সঙ্গে তার স্বামীর কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বশুর ভৌগি দাস, চাচা শ্বশুর, শাশুড়ি ও চাচি শাশুড়ি মিলে পিংকিকে নির্মমভাবে মারধর করে। এতে পিংকি গুরুতর আহত হয়। পরে বাবার বাড়িতে চলে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোশাররফ হোসেন বলেন, হাসপাতাল থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু নির্যাতনের ঘটনাস্থল ঝিনাইদহ, সেখানকার স্থানীয় থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho