হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা৷ মঙ্গলবার ( ২৭ মে) সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে স্মারকলিপিটি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াশকিরুল কবির সৌরভ, গোলাম রব্বানীসহ বিভিন্ন নেতা কর্মীরা।
তাদের দাবিগুলো হলো: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল, জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন, সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন এবং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সমন্বয় এস এম সুইট বলেন,' আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় তিতুমীর কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় সৌম্য হত্যাকাণ্ড। এসব জায়গায় বহিরাগতরা জড়িত। বহিরাগতের ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। সেশনজট নিরসনে কার্যকারী ব্যবস্থা গ্রহন।পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিল করা এর মাধ্যমেই জুলাই আন্দোলন হয়েছিল এবং জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের বিষয়ে দাবি জানিয়েছি।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho