প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৮:৪২ পি.এম
ইবিতে আইকিউএসির কর্মশালা সম্পন্ন

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক অব কোয়ালিটি লার্নিং বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ মে) শুরু হওয়া কর্মশালা বুধবার (২৮ মে) সম্পন্ন হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া কর্মশালায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা ও অধ্যাপক ড. শেখ মো: আবদুর রউফের সভাপতিত্বে রিসোর্স পারসন আইকিউএসির পরিচালক প্রফসর ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, প্রশিক্ষণের মূল লক্ষ্য শুধু শেখা নয়, শেখানোর দক্ষতা সরবরাহ করা। শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বে শিখন-শেখানো কার্যক্রমের মুখ্য বিষয় হলো শিক্ষার্থীদের সুনির্দ্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সরবরাহ করা।
উপাচার্য আরও বলেন, সারাবিশ্বেই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সব ধরনের পেশাতেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে এবার একটি দীর্ঘ প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিলেবাস, কারিকুলাম নিয়ে অনেকগুলো সেশন সম্পন্ন হয়েছে। যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই অত্যন্ত মেধাবী। এই মেধা ও প্রশিক্ষণের একটি দারুণ সমন্বয় এই বিশ্ববিদ্যালয়ে আগামী দিনের শিক্ষার মান বহুদুরে প্রসারিত করতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho