গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়া গাবতলীর দূর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন (৫৯) কে রামদার আঘাতে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অধ্যক্ষ মোজাফ্ফর এখন বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, দূর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রতিদিনের মতো ২৮ মে সকালে কলেজে যান। বেলা পৌণে ১২টায় প্রতিপক্ষরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে অধ্যক্ষ মোজাফ্ফরের উপর হামলা চালান। হামলাকারীরা এ সময় ফিল্মীষ্টাইলে অধ্যক্ষ মোজাফ্ফরকে এলোপাতরী রামদার আঘাত করতে করতে টেনে হিচড়ে বাইরে বের করে আনেন।
এ সময় অধ্যক্ষ মোজাফ্ফরের আর্তচিতকারে কলেজের সভাপতি সাখাওয়াত হোসেন লিটন এগিয়ে এলে ওই হামলাকারীরা লিটনকেও বেদমভাবে মারপিট করে। স্থানীয়রা গুরুতর আহত অধ্যক্ষ মোজাফ্ফরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অধ্যক্ষ মোজাফ্ফর সোনাতলা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে তিনি বগুড়ার বউবাজারে বসবাস করেন।
অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ‘ভুয়া প্রিন্সিপালের দাবীদার কলেজের সহকারী অধ্যাপক মঈনুল হাসান ও সাবেক সভাপতি অখিল আহম্মেদের নেতৃত্বে এ নৃসংশ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিচলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho