
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ রুবি আক্তার কণা (৩৮) নামে এক নারীকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জি এস সেলিম সিকদারের স্ত্রী।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে উপজেলার মনসুর টাওয়ারের একটি ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার অপর দুইজন হলেন—উপজেলার পোষ্টকামুরী খালপাড়া গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া ও সখিপুর উপজেলার রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান।
মির্জাপুর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুবি আক্তার কণা তার ভাড়াবাসা থেকে একাধিক সহযোগীকে ব্যবহার করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিপুল পরিমাণ ইয়াবা টয়লেটে ফেলে দেয়। পরে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho