প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ১০:৪৫ পি.এম
ভূরুঙ্গামারীতে হঠাৎ করে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
২৯ মে বৃহস্পতিবার রাত থেকে পুরো ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎ নেই বলে জানা গেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় উপজেলার কয়েক হাজার মানুষ ব্যাপকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, এটা স্বল্প সময়ের জন্য। কিন্তু রাত পেরিয়ে শুক্রবার সকাল, এরপর দুপুর গড়িয়ে গেলেও বিদ্যুৎ না ফেরায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, পানির পাম্পসহ সব ধরনের বিদ্যুৎচালিত যন্ত্র বন্ধ হয়ে পড়েছে। পানির সঙ্কটও দেখা দিয়েছে। খাদ্য সংরক্ষণে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী ৩১ কেভি বিদ্যুৎ লাইনে হঠাৎ একটি কারিগরি সমস্যা দেখা দিয়েছে। আমাদের টেকনিক্যাল টিম দ্রুত সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বিশেষ করে ঝড়ো বাতাস না থাকলে আশা করছি আজ (শুক্রবার) দুপুরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
তবে ঠিক কী কারণে এই কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। স্থানীয়দের অনেকেই অভিযোগ করছেন, বিদ্যুৎ বিভাগ নিয়মিত রক্ষণাবেক্ষণে উদাসীন বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে ভূরুঙ্গামারী উপজেলার সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho