মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বজ্রপাতে আলিফ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ৩১ মে দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার একলাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমপুর (নয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের কবির হোসেন প্রধানের ছেলে। সে গাজীপুরের মাওনায় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। সে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বড় ভাই শিমুল কলেজে পড়ে। বাবা একজন ব্যবসায়ী
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে আলিফ জাল নিয়ে বাড়ির সামনে বিলে মাছ মারতে যায়। তখনই হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক ঘটনার সত্যতানিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ‘বজ্রপাতে শিশু মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho