
বাংলাদেশি তরুণীকে বিয়ে করে সুখের সংসার গড়তে চেয়েছিলেন চীনের হান কিংগু (৩২)। তবে সে স্বপ্ন পূরণের আগেই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। ঢাকার সোনারগাঁওয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে বাগেরহাটের মোংলার বাসিন্দা কাজল আক্তারকে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই। নিহত হান কিংগুর পরিবার দাবি করছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, গত ৭ মে ভোরে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মুখমণ্ডল ও মাথায় আঘাত পাওয়া অবস্থায় হান কিংগুকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরে স্থানান্তর করা হয় গুলশান ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, চীনা যুবক হান কিংগু চীনের হেনান প্রদেশের ঝংমু কাউন্টির বাসিন্দা। ভিসা নিয়ে বাংলাদেশে আসেন গত ১৫ এপ্রিল। মোংলার কলেজ রোড এলাকার বাসিন্দা কাজল আক্তারের (২০) সঙ্গে ১৭ এপ্রিল বিয়ে হয় হানের। বিয়ের পর কয়েক দিন মোংলায় শ্বশুরবাড়িতে থাকেন তারা।
গত ৬ মে ভিসা নবায়নের কথা বলে হান কিংগু ঢাকায় যান। পরদিনই তার রহস্যজনক আহত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। হান কিংগুর মৃত্যুর খবর পেয়ে চীন থেকে তার বাবা ও দুই বোন বাংলাদেশে আসেন। চীনা দূতাবাসের সহায়তায় ১২ মে ঢাকার উত্তরার এক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় কাজল আক্তার (চীনা যুবকের স্ত্রী) গত ১৯ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অজ্ঞাত নামা আসামি উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। একটি নিয়মিত মামলা হয়েছে, তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho