প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৯:৫৯ পি.এম
যবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিবন্ধকতা বিষয়ে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে “চ্যালেঞ্জেস ইন ইনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি” শীর্ষক দুইদিনব্যাপী ন্যাশনাল কনফারেন্স শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শুরু হওয়া এ কনফারেন্সের সূচনায় বিভাগের প্রয়াত শিক্ষার্থী মোল্লা আবীর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, "গবেষণামুখী দক্ষ জনশক্তি গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও গবেষণামুখী হতে হবে।"
কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন। ভার্চুয়ালি বক্তব্য দেন জাপানের হক্কালডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাতসুফুমি ওকিনো, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. সাইফুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুজিবুর রহমান। তারা পরিবেশ বিজ্ঞানের প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
কনফারেন্সের বিকালের পর্বে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার সকাল সাড়েনয়টায“ইনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সেফটি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী আশিকুর ইসলাম ও সাফিনা আবৃত্তি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho