প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ২:৫৫ পি.এম
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ ও মেডিকেল সেন্টার হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও চট্টগ্রামের অন্যতম সুপরিচিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিকেল সেন্টার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালটির সভাকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।
মেডিকেল সেন্টার হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ও মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মনিরুজ্জামান ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি)।
এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডাঃ এ.এ.এম সাহেদ পারভেজ খান, মেডিকেল সেন্টার হাসপাতালের জেনারেল ম্যানেজার মো: ইয়াছিন, চট্টগ্রাম প্রবসী ক্লাব লিমিটেড'র এডমিন মোঃ হোসাইন আল মাসুদ, মেডিকেল সেন্টার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ তাহামিদ জুনায়েদ মাহমুদ।
এসময় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের মাঝে প্রবাসী ক্লাবের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবার বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মনিরুজ্জামান এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল (সিআইপি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করবেন বলে আশা প্রকাশ করছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা, যা প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের জীবনযাত্রায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho