
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মাত্র ৩৭ বছর বয়সে পারি জমালেন ওপারে। ক্যানসারের আক্রান্ত হয়ে বিভু রাঘব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০২২ সালে চতুর্থ স্তরের কোলন ক্যানসারে আক্রান্ত হন। বিভু রাঘব, যার আসল নাম ছিল বৈভব কুমার সিং রাঘব।
বিভু রাঘবের অভিনয় দক্ষতা, প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দর্শকমনে গেঁথে যায় অল্প সময়েই। টেলিভিশনের পর্দায় ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।
তার মৃত্যুর খবর প্রথম জানানো হয় অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অদ্বৈত মালিক ও অভিনেত্রী সৌম্য টন্ডনের মাধ্যমে। সামাজিক মাধ্যমে তারা বিভুর চলে যাওয়ার কথা জানান এবং তার শেষকৃত্যের সময়সূচিও প্রকাশ করেন।
তারা জানান, মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মুম্বাইয়ের ধ্যানেশ্বর নগরে সর্বসাধারণের জন্য অভিনেতার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর দুপুর ১টায় শোকযাত্রা শুরু হবে।
বিভুর প্রয়াণে শোকাহত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন। অদ্বৈত মালিক ইনস্টাগ্রামে লেখেন, সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার প্রতীক ছিলে তুমি। তোমার হাসি ঘরকে আলোকিত করত, আর উপস্থিতি সবকিছুকে আরও সুন্দর করে তুলত। তুমি করুণা ও সাহসের এক অসাধারণ দৃষ্টান্ত।
অভিনেত্রী সিম্পল কৌল বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, তোমাকে খুব মিস করব, প্রিয় বন্ধু বিভু। তোমার জন্য রইলো ভালোবাসা আর শান্তির কামনা।
অন্যদিকে অভিনেতা করণবীর মেহেরা সংক্ষিপ্ত বার্তায় লেখেন, শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho