![]()
ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী। সমসাময়িক যে সকল বাংলা ছবি তৈরি হচ্ছে, তার মধ্যে ভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে চলেছেন এই অভিনেত্রী। অভিনয় দেখিয়ে নিজেকে চিনিয়েছেন বারবার। তবে সহজ-সরল অভিনয়ে ঠিক যেমন নজর কেড়েছেন, তেমনই স্পষ্টবাদীর পরিচয়ও দিয়েছেন।
ছবিতে একেবারে সাদামাটা চরিত্রে ঋতাভরী। নো-মেক আপ লুক। অর্থাৎ ‘বাৎসরিক’ ছবিতে ঋতাভরী একেবারে ‘নন গ্ল্যামারাস’। বহু অভিনেত্রী এমনভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে খানিক ইতস্তত বোধও করলেও ঋতাভরী তা করেননি। অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখি। অনেকে আছেন, যারা নিজেদের আগে স্টার মনে করেন, পরে অভিনেত্রী। তাই কখনও শারীরিক গঠন কিংবা অত্যাধিক সোজাসাপ্টা চরিত্রে অভিনয় করতে পিছপা হয়নি। আমার চিরকাল মনে হয়েছে, এমন অভিনয় করতে চাই যা দেখে মনে হয়, চরিত্রের খুব কাছাকাছি পৌঁছাতে পারি।
এমনিতেই ঠোঁটকাটা স্বভাবের ঋতাভরী। ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আপনাকে নিয়ে এমন একটা গুজব যা আপনি চেয়েছিলেন, এই গুজব যেন সত্যি হোক? প্রশ্নের উত্তরে হেসে উঠলেন ঋতাভরী।
বললেন, ‘আমার কোনো বাবু আছে, যার প্রচুর টাকা আছে। এবং আমি যত জায়গায় যাই, যা-যা করি, সমস্ত খরচ ও করে। আমি এমন এক বাবুকে খুঁজছি বহু বছর ধরে। আমি সুমিতকে এটা বহুবার বলেছি। আমি এটাও চাই, যে সুমিতের এতটাই টাকা হোক, যেন আমি বলতে পারি, আমাকে আর কী করতে হয়.. সবকিছু রয়েছে। আমার কী দরকার আর কিছু। গুচি, প্রাডা এগুলো দিয়ে যাবে..আমার তো কোনো কাজ নেই, দামি ব্যাগ নিয়ে ঘুরি! আমার চাই এমন একজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho