
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড বালুচর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সালামত উল্লাহ সরকার। উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড বালুচর গ্রামের বাসিন্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান সালামত উল্লাহ সরকার আজ বৃহস্পতিবার (০৬ জুন) ভোড় সাড়ে ছয়টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (০৬ জুন) জোহর নামাজের পর তাঁর উপজেলার ছেংগারচর পৌরসভার বালুচর কেন্দ্রীয়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে তার নিকট আত্মীয়-স্বজন, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, ছেংগারচর বাজারের ব্যবসায়ংী ও গ্রামবাসীসহ আশপাশের এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
এর আগে,রাষ্ট্রের পক্ষে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ট) হিল্লোল চাকমার উপস্থিতিতে মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা নামাজ শেষে শ্রদ্ধা নিবেদনের পর তাদের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho