
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদিঘী বাজার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তৎপর হয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে হাটে গরু ও খাসি ক্রয়ের সময় কয়েকজন ক্রেতার কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে তা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। খবর পেয়ে হাট এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায়। পরে সেনাসদস্যরা সংশ্লিষ্টদের সতর্ক করে অতিরিক্ত আদায়কৃত টাকা ভুক্তভোগী ক্রেতাদের ফেরত দেন।
সেনাবাহিনীর এই পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। তাদের দাবি, হাটে প্রায়ই অতিরিক্ত হাসিল আদায়ের ঘটনা ঘটলেও এমন কার্যকর প্রতিকার আগে দেখা যায়নি। তারা প্রশাসনের এমন নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।
হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ওয়ার্ড বিএনপি নেতা আনারুল ইসলাম জানান, "৩০০ টাকার জায়গায় ৩৫০ টাকা নিয়েছিলাম, সেনাবাহিনী এসে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আজকের হাট শেষ, পরবর্তীতে কেউ অতিরিক্ত হাসিল নিলে ব্যবস্থা নেয়া হবে।"
এদিকে স্থানীয় প্রশাসন থেকেও হাটে অনিয়ম প্রতিরোধে আরও কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho