প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৫, ৪:২০ পি.এম
রাউজানে ৫শ মসজিদে ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ-উল আযহার নামাজ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার (৭ জুন) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে রাউজানের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌর এলকায় ৫ শতাধিক ঈদের জামাআত অনুষ্টিত হয়।
বিশেষ করে ঈদ-উল ফিতরের নামাজ বেশির ভাগ ঈদগাহে করে থাকেন মুসল্লীরা। আর ঈদ-উল আযহার নামাজ আদায় করেন বেশির ভাগ মসজিদ ভিত্তিক। কারন একদিকে বর্ষা, ঝড়বৃষ্টি, অন্যদিকে পশু কোরবাণী দিতে তাড়াহুড়া। এর মাঝেও কিছু কিছু স্থানে ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।
উপজেলার হলদিয়া-নোয়াপাড়া বড় ইউনিয়ন এবং মসজিদের সংখ্যা অন্যসব ইউনিয়ন থেকে বেশি। হলদিয়া ইউপির এয়াছিন নগর জুবলি ঈদগাহটি অনেক বড় সেখানে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। সেখানে ইমামতি করেন আল্লামা শায়েস্তা খান আযহারী।
এরপর উত্তরসর্তা চৌঃ ঈদগাহ ময়দানে কয়েক সমাজ মিলে বড় জামাআত অনুষ্টিত হয়। দরগাহছড়ি শাহী জামে মসজিদে ঈদের বড় জামাআত অনুষ্টিত হয়েছে। সেখানে ইমামতি করেন মাদ্রাসা প্রিন্সিপাল আল্লামা সেলিম উদ্দিন রেজভী।
পশ্চিম ডাবুয়া আমির চৌঃ (রহঃ) জামে মসজিদে ঈদের জামাআত অনুষ্টিত হয় সকাল সাড়ে ৭টায়। সেখানে ইমামতি করেন মসজিদের খতিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। তিনি মুসলিম উম্মাহর শান্তি এ সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন। রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ীতে অনুষ্টিত হয় বড় জামাআত। সেখানে অংশগ্রহন করেন রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এছাড়া গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা মসজিদে বড় জামাআত অনুষ্টিত হয় সকাল ৭টা ৪০ মিনিটে। কদলপুর এলাকায় বড় জামাআত অনুষ্টিত হয় বেশ কয়েকটি। পাহাড়তলী ইউপির শেখপাড়া শাহী ঈদগাহ ময়দানে
ঈদ-উল আযহার বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।রাউজান সদর ইউনিয়ন, উরকিরচর, বাগোয়ান, নোয়াজিষপুর, চিকদাইর, পশ্চিম গুজরা, পূর্বগুজরা, গহিরা ইউনিয়ন গুলোতে হয়েছে ঈদের ছোট বড় জামাআত।
বিনাজুরি ইউনিয়নটিতে বৌদ্ধ ধর্মালম্বিদের সংখ্যা বেশি হলেও সেখানে মুসলিম পরিবারের সংখ্যাও কম নয়। সেখানেও ছোট বড় জামাআত অনুষ্টিত হয়েছে। রাউজানের বৃহত ঈদের জামাআত অনুষ্টিত হয় কাগতিয়া আলীয়া গাউছুল আযম দরবারে। সেখানে হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।
এদিকে রাউজান উপজেলা মসজিদেও ঈদের জামাআতে সরকারী বেসরকারী কর্মকর্তা ও সাধারন মুসল্লি অংশগ্রহন করেন। পৌর এলাকার আদালত ভবন চত্বরেও বড় জামাআত অনুষ্টিত হয়। মাগন হাজী মাজার সংলগ্ন এলাকার আশপাশে বেশ কয়েকটি মসজিদে জামাআত অনুষ্টিত হয়। পৌর এলাকার গফুর আলী বোস্তামী মসজিদেও বড় জামাআত অনুষ্টিত হয়।
কদলপুরে সাবেক সচিব বর্তামান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর বাড়ী সংলগ্ন মসজিদে বড় ঈদ জামাত অনুষ্টিত হয়।
এছাড়া হযরত আবদুল আজিজ নক্সবন্দী (রহঃ) মাজার সংলগ্ন মসজিদ, হাজীপাড়া বড় মাওলানা হুজুর মাজার সংলগ্ন মসজিদ, উরকিরচর মুহাম্মদিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ, নোয়াপাড়া কচুখাইন মুহাম্মদিয়া দরবার সংলগ্ন জামে মসজিদ, হযরত আশরাফ শাহ বলখী (রহঃ) সংলগ্ন মসজিদ, সুলতানপুর হযরত মকবুল শাহ (রহঃ) সংলগ্ন হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদ, উত্তরসর্তা হযরত আলী হোসেন ফকির (রহঃ) জামে মসজিদ, চিকদাইর হযরত সূফি নুরুল হক শাহ (রহঃ) সংলগ্ন মসজিদ, পূর্বগুজরা হযরত শেখ আনসার আলী (রহঃ) সংলগ্ন জামে মসজিদে ছোট বড় ঈদের জামাত অনুষ্টিত হয়।
রাউজানে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়া মুসল্লিরা পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় করেন। এরপর তারা মরহুম মুরুব্বিদের কবর যেয়ারত শেষ করে পশু কুরবানী দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho