
উৎসবে-আয়োজনে একটু ভারী খাবার তো খাওয়া হয়ই। যাদের হজমক্ষমতা অত্যন্ত ভালো, তাদের কথা আলাদা। তবে বেশিরভাগই একটু ভারী বা মসলাদার খাবার খেলে পেট ভার হয়ে থাকে। অনেকের আবার দ্রুত খাওয়ার অভ্যাস, এটিও হতে পারে পেট ভার হওয়ার কারণ। তাই আস্তেধীরে চিবিয়ে খাওয়া উত্তম।
উৎসবের রান্নায় মাংস জাতীয় খাবার বেশি থাকে আর ফাইবার জাতীয় খাবার কম খাওয়া হয়। যে কারণে হজম কঠিন হয়ে যায়। অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার খেলে পেট ভার হয়ে যেতে পারে। তাই মজাদার খাবার তো খাবেনই, তবে তার আগে নিজের পেটের স্বাস্থ্য ঠিক রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার পরে পেট ভার লাগলে কী করবেন-
আদার জাদু:
পেট ভার লাগার সমস্যা দূর করতে পারে আদা। আপনি যদি খাওয়ার পরপরই আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা পানিতে মিশিয়ে খেয়ে নেন, তাহলে এই পেট ভার লাগার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া আদা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। তাতেও মিলবে উপকার।
একটুখানি দই
দই, বিশেষ করে টক দইয়ের উপকারিতার কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আপনি মসলাদার কিংবা ভারী খাবার খাওয়ার পরপরই এক বাটি টক দই খেলে নিন। এমনিতেও টক দই আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। এ ধরনের প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার সব সময়েই খাওয়া প্রয়োজন। কারণ এ ধরনের খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধি পায়। যা হজমে সহায়তা করে। এতে পেট ভার হওয়ার সমস্যা দূর হয়।
পর্যাপ্ত পানি পান করুন
অনেকেই এই ভুল করেন! পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস, তবে খাবার খাওয়ার ভেতরে নয়। অনেকেই খাবার খাওয়ার সময় ঢকঢক করে অনেকটা পানি পান করে ফেলেন। এমনটা করা যাবে না। কারণ তাতে হজমের সমস্যা আরও বৃদ্ধি পাবে। তবে পর্যাপ্ত পানি পানের বিষয়টি বাদ দেওয়া যাবে না। পানি খেতে হবে খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho