প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ১২:৪৯ পি.এম
মাদরাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

পাবনার ভাঙ্গুড়ায় সিকেবি রুস্তমিয়া আলিম মাদরাসার নৈশপ্রহরী ওসমান গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রাত ১টার দিকে মাদরাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদরাসা।
দুই যুগেরও বেশি সময় আগে চন্ডিপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ওসমান গনি মোল্লা এই মাদরাসায় নৈশ প্রহরীর চাকরি পান। গতকাল সোমবার সন্ধ্যায় যথারীতি ওসমান গনি মাদরাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত একটার দিকে কে বা কাহারা মাদরাসা প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে মাদরাসায় প্রবেশ করে ওসমান গনিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এরপর রাতেই ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নেন। এ বিষয়ে কথা বলতে মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যাকারীকে সনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আশা করছি দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho