
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। বুধবার (১১ জুন) বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই জন হলো- হাজিরটেক গ্রামের আব্দুর রহমানের মেয়ে খাদিজা (১১) ও আব্দুর রহমানের ভাগ্নে এবং ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত (১২)। তারা ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হাজিরটেক গ্রামের মেঘনা শাখা নদীর ঘাটলায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় খাদিজা ও ইসরাত। এরপর তারা আর তীরে উঠতে পারেনি। এই ঘটনার কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন নামে এক যুবক গোসল করতে নেমে ডুব দিয়ে খাদিজার নিথর মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ইসরাতের খোঁজ করে। পরে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে ইসরাতের মৃতদেহও উদ্ধার করা হয়।
তারা আরও জানান, ঢাকা থেকে তারা আড়াইহাজারের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পরিবার সদস্যদের সঙ্গে এসেছে। এর মধ্যে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গোসল করতে নেমে পানিতে ডুবে দুই জন মারা গেছেন। এ ঘটনায় কারও কোন অভিযোগ নেই। এখনও লাশ হস্তান্তর করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho