
পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক কাওসার হাওলাদারের (৩৫) বাড়িতে অনশন করছেন নাসিমা (৪০) নামের দুই সন্তানের জননী।
বুধবার (১১ জুন) বিকেল ৪টা থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নে শৌলা বন্দেআলী হাওলাদার বাড়িতে অনশন করছেন তিনি।
জানা গেছে, ওই গৃহবধূর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ। প্রেমিক কাওসার হাওলাদারের বাবার নাম আনসার হাওলাদার। এ ঘটনায় প্রেমিক কাওসার পলাতক রয়েছেন।
এ বিষয়ে নাসিমা জানান, কাওসার ঢাকায় একটি প্লেনসিটের দোকানে চাকরি করতেন। তিনি তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাসায় আসা-যাওয়া করতেন কাওসার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর এই প্রেম চলে প্রায় ৫ বছর। তার দুইটি সন্তান আছে। তাদের প্রেমের বিষয়টি তার স্বামী জানতে পারে এবং একপর্যায়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়।
তিনি জানান, প্রেমিক কাওসারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে কাওসার তার ফোন বন্ধ করে রাখে। এরপর নিরুপায় হয়ে তিনি কাওসারের বাড়ি চলে আসেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি মাত্র জানতে পারলাম। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho