
নন্দিত অভিনেতা সমু চৌধুরী। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। হঠাৎ করেই আজ তার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে এই অভিনেতার পরনে ছোট্ট একটি গামছা। গাছতলায় অঘোরে ঘুমাচ্ছেন মাদুর পেতে। পাশে একটি ছোট্ট পুতুল আর পানির বোতল। চারপাশে স্থানীয় মানুষের সমাগম। স্থান- মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।
একটি ভিডিওতে শোনা যাচ্ছিল, একজন স্থানীয় নারী বলছিলেন, বুধবার রাতে অভিনেতা আরও কয়েকজনের সঙ্গে এখানে (মাজারে) এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি আর যাননি। এখানেই শুয়ে পড়েন।
তবে সমু চৌধুরীর এমন পরিস্থিতি দেখে অভিনয় শিল্পী সংঘ বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। দ্রুত সময়ের মধ্যে সমু চৌধুরীকে সেখান থেকে উদ্ধার করা হয়। নিরাপদে রাখা হয়েছে স্থানীয় পাগলা থানায়।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতিদের দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এরমধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম রওয়ানা হয়েছে। এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে যত দ্রুত সম্ভব উনাকে ঢাকায় নিয়ে আসব। এরপর তার সকল চিকিৎসা ব্যবস্থা আমরা সাংগঠিনকভাবে নেব। ---খবরের কাগজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho