
জয়পুরহাট প্রতিনিধি:
টাঙ্গাইল সদর থানায় গরু ডাকাতি ও পুলিশের দায়িত্ব পালনকালে কনস্টেবল মোঃ রফিকুল ইসলামকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ হাসান আলী (২৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।
১৩ জুন সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব গণমাধ্যমকে জানায়, ১২ জুন রাত ১১টা ২০ মিনিটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
কুখ্যাত ডাকাত পুলিশ হত্যা মামলার আসামি হাসান আলী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের খাজামউদ্দিনের ছেলে।
ঘটনার সূত্রপাত- ২০২৫ সালের ২৩ এপ্রিল বিকেল ৪টার দিকে। লালমনিরহাট জেলার এক গরু ব্যবসায়ী তার ছেলের মাধ্যমে ৬টি গরু টাঙ্গাইলে পাঠান। গভীর রাতে টাঙ্গাইল সদর এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে গরুগুলো লুট করে পিকআপে করে পালিয়ে যায়। ডাকাতদের গাড়ি যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজার কাছে পৌঁছালে পুলিশ থামানোর চেষ্টা করে। কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কনস্টেবল মোঃ রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত রফিকুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় টাঙ্গাইল সদর ও যমুনা সেতু পশ্চিম থানায় পৃথকভাবে ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৫ অনুসন্ধানে নেমে জানতে পারে, আসামি হাসান আলী জয়পুরহাট থেকে পালিয়ে গাইবান্ধার রাজাবিরাট এলাকায় আশ্রয় নিয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হাসান আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho