
হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল খান। লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার এ রোগ শনাক্ত হয়েছে। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমকে সানা মকবুল বলেন, আমি বেশ কিছু দিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। সম্প্রতি আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আমার লিভারকে মারাত্মকভাবে আক্রমণ করতে শুরু করেছে। এখন আমার লিভার সিরোসিস ধরা পড়েছে। আমি শক্ত রাখার চেষ্টা করছি।
একদিন পর পর চিকিৎসা নিচ্ছি।
তবে লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে চাচ্ছেন না ৩১ বছরের সানা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, চিকিৎসক এবং আমি লিভার ট্রান্সপ্ল্যান্ট এড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি, সত্যি এটি কঠিন এবং ক্লান্তিকর। কিছু সময় অন্য সময়ের তুলনায় কঠিন। তবে আমি আশায় বুক বেঁধে আছি। লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো বড় পদক্ষেপ ছাড়াই আমি সুস্থ হতে চাই। যদিও এটা সহজ হবে না। কিন্তু আমি এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নই। আমি শুধু সুস্থ হতে চাই।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানা মকবুল এর আগে ‘বিগ বস ওটিটি’র তৃতীয় সিজনে অংশ নিয়েছিলেন। দক্ষিণ ভারতীয় বেশ কিছু সিনেমায় কাজ করেছেন সানা। ‘নেমেসিস’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগী মহলে। সানার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho