প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৯:১৭ পি.এম
বিস্ফোরক মামলায় কেরানীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদ গ্রেপ্তার

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ (৪৯)- কে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৩ জুন) রাতে কেরানীগঞ্জের আগানগর তরিকুল্লাহ টাওয়ারের সামনে থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়। সাহিদুল হক উপজেলার আগানগর ইউনিয়নের পশ্চিম আগানগর ইমামবাড়ীর বাসিন্দা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাহিদুল হক সাহিদ কেরানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন।
তিনি ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি। বেশির ভাগ সময় তাঁকে সামাজিক কর্মকাণ্ডে দেখা যেত। এর ফলে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কেরানীগঞ্জে সামাজিক সংগঠনের আলোড়ন সৃষ্টিকারী একজন মানুষ সাহিদ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা–পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যার মামলা নং-৬(বিস্ফোরক মামলা)। এদিকে গ্রেপ্তারের বিষয় উপজেলা চেয়ারম্যানের একবন্ধু জানান 'কোনো মামলা ছাড়াই অজ্ঞাত আসামি হিসেবে সাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন তালুকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিস্ফোরক দ্রব্য মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার এবং শনিবার (১৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho