
কুমিল্লায় চার জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি তারা করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।
জানা গেছে, ১০ জুন আক্রান্ত হন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনির আব্দুল মতিন (৭০); ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পাড় এলাকার সানজিদা আক্তার (৩০) এবং বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮); সবশেষ ১৩ জুন আক্রান্ত হয়েছেন আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মো. ইবনে জুবায়ের (৩৯)।
করোনা শনাক্তে কুমিল্লা এমআরআই ও সিটিস্ক্যান সেন্টারের ম্যানেজার রয়েল ফোনে বলেন, ‘১৩ জুন একজন, এর আগে ১২ জুন দুজন ও ১০ জুন একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তারা কোথায় আছেন তা আমরা জানি না।’
সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, ‘কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পেয়েছি। তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে করোনার পরীক্ষা করার পর পজিটিভ আসে। এর মধ্যে দুজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho