
সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর।
ঋতুর সঙ্গে ফেরদৌসের বন্ধুত্ব এতই গভীর যে আত্মগোপনে থেকেও ভুলে যাননি বন্ধুকে। এরমধ্যেই ঋতুপর্ণাকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সে কবিতার স্ক্রিনশট প্রকাশ করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা।
ছাত্র আন্দোলনে নীরব থাকায় কলকাতার ছবি থেকে বাদ ফেরদৌস ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার।
মাঝে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা চলে গেছেন ফেরদৌস। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ঋতুপর্ণার বাড়িতে। পরে অবশ্য মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন বিষয়টি ভিত্তিহীন। তবে ঋতুপর্ণার ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দাজ করা গেল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho